Pages

Tuesday, September 24, 2013

কুরআন থেকে সে-ই উপকৃত হতে পারবে যে আল্লাহ তা‘আলার মহান বাণী নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করবে। আল্লাহ তা‘আলার বড়ত্ব ও মহিমার কথা মনের পর্দায় ভেসে তুলবে। কুরআন তাকে কী বলছে তা বুঝার চেষ্টা করবে। এবং এ কথা মনে রাখবে যে সে এটি বুঝার জন্য এবং তদনুযায়ী আমল করার জন্য তিলাওয়াত করছে। তাই কেউ যদি মুখে কুরআন পড়ে আর মন পড়ে থাকে তার অন্য কোথাও, তবে সে তিলাওয়াতের কাঙ্ক্ষিত ফায়দা অর্জন করতে পারবে না।
আল্লাহ তা‘আলা ইরশাদ করেন, ‘তবে কি তারা কুরআন নিয়ে গভীর চিন্তা-ভাবনা করে না? নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে?’ [সূরা সোয়াদ : ২৯]

Tuesday, September 3, 2013



AL AQSA MOSQUE



Hazrat Shek Ahmed Sarhind [Mujadded Alfe Sani] (R:)





(1) FOOT PRINT OF ADAM(A:)  (5'2")
                                             




   
                                             (2) MAZAR OF HAZRAT ADAM(A:) (180')
                                                 


      (3)ADAMS PEAK/JABALE ADAM (7000' UPON THE LAND)

                                 




(4)ADAM PEAK/JABALE ADAM