চুরির শাস্তি
আয়েশা(রা:) থেকে বর্ণিত।তিনি বলেন রাসূল(সা:)এক দিনারের(স্বর্ণমুদ্রা) এক চতুর্থাংশ বা ততোধিক পরিমাণ চুরির দায়ে হাত কাটতেন।
এর কম হলে হাত কাটা যাবে না।(মুসলিম ৪২৫১-৫৭)
আয়েশা(রা:) থেকে বর্ণিত।তিনি বলেন রাসূল(সা:)এক দিনারের(স্বর্ণমুদ্রা) এক চতুর্থাংশ বা ততোধিক পরিমাণ চুরির দায়ে হাত কাটতেন।
এর কম হলে হাত কাটা যাবে না।(মুসলিম ৪২৫১-৫৭)
ফাজায়েল আমাল বইয়ের লেখক জনাব মাওলানা যাকারিয়া বইটির ভূমিকায় তাবলীগ জামাআতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াসকে লক্ষ করে লিখেছেনঃ
ReplyDeleteএত বড় বজুর্গের সন্তুষ্টি হাসিল করা আমার পরকালে নাজাতের উসীলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই ।
সুপ্রিয় দ্বীনি ভাইগণ ! আমরা জানি আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া কোন মানুষই কিয়ামতের দিন নাজাত পাবে না । তাই সকল এবাদত একমাত্র আল্লাহকে রাজী-খুশী করার জন্যই করতে হবে । এটি সকল প্রকার আমল কবুল হওয়ার মূল শর্ত । সুতরাং আল্লাহ ছাড়া অন্যকে খুশী করার জন্য আমল করা শির্ক । এতে কোন সন্দেহ নেই । আল্লাহ তাআলা বলনঃ وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ
তাদেরকে এছাড়া কোন নির্দেশ করা হয়নি যে, তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত করবে । (সূরা বায়্যেনাহঃ ৫)
এখন তাবলীগি ভাইদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনারাই বলুন ফাযায়েলে আমাল বইয়ের ভূমিকার কথাটি যদি শির্ক না হয়, তাহলে এটি কোন পর্যায়ের কথা ? দয়া করে জানাবেন কি ?